আদিবাসী সংস্কৃতি অভিজ্ঞতা

  • Post author:
  • Post category:News
  • Post comments:0 Comments

নঁওগা, রাজশাহী ১০ অক্টোবর, ২০২১

কাটাডাঙ্গা মিশনের অন্তর্ভুক্ত সাঁনতাল ও ওড়াওঁ গ্রাম পরিদর্শনের সুযোগ হয়েছিল।

তাঁরা অতিথি পরায়ন এবং খুবই আন্তরিক। ‍সাঁনতালীদের সংস্কৃতির সৌন্দর্য প্রকাশ পায় অতিথিদের পা ধুয়ে এবং ফুল দিয়ে বরণ করে নেওয়ার মাধ্যমে। তাঁদের রয়েছে নিজস্ব ভাষা এবং তাঁরা নিজেদের ভাষায় কথা বলতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে। তাঁরা প্রায় বেশির ভাগই কৃষিজীবি। তাঁদের বাসস্থান দু’তলা মাটির ঘর বিশিষ্ট এবং মাটির রং দিয়েই ঘরটিতে বিভিন্ন নকশা করে থাকে। ওড়াওঁ জনগোষ্ঠীরা নিজেদের আত্নীয় গোষ্ঠীর মধ্যেই একটি পুকুরকে কেন্দ্র করে বসবাস করে থাকে।

সেখানে ’বিদীন’ নামে আরো একটি জনগোষ্ঠী বসবাস করে। তাঁরা মনসা দেবীর পূঁজা করে। সেখানে বসবাসরত আদিবাসীরা একাধিকবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে থাকে।

Leave a Reply