সৃষ্টি ও পরিবেশের যত্ন

  • Post author:
  • Post category:খবর
  • Post comments:0 Comments

নওগা, রাজশাহী

তারিখ: ১১ অক্টোবর, ২০২১

ফাদার Lintu Areng তাঁর অধিবেশনে বিশ্বমাতা বা সৃষ্টি ও পরিবেশের যত্ন সম্পর্কে একটি সুন্দর এবং স্পষ্ট ধারণা দিয়েছিলেন। তিনি বলেছিলেন বিশ্বমাতার প্রতি আমাদের কর্তব্য ও জলবায়ু পরিবর্তনে আমাদের ভূমিকা ।

আমরা পৃথিবীর বুকে ক্ষুদ্রতম হলেও তা পরিবেশের উপর বিশেষ প্রভাব ফেলে। বিশ্বমাতাকে রক্ষার্থে অবশ্যই আমাদের প্রয়োজনের ঊর্ধ্বে যাওয়া উচিত নয়। তা না হলে আমাদের বিশ্বমাতা একসময় ধ্বংসকারী মাতায় রূপ নিবে।

আমরা যদি প্রকৃতি বা ঈশ্বরের সৃষ্টিকে ভালোবাসি ও তার যত্ন নিই তবে প্রকৃতিও আমাদের সুন্দর একটি পরিবেশ উপহার দিবে।

মন্তব্য করুন